প্রকাশিত: Wed, May 17, 2023 1:59 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:26 AM

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলায় নিহত ৪, অপহৃত ৩


সাজ্জাদুল ইসলাম: নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের ২ জন দূতাবাস কর্মী এবং অপর ২ জন পুলিশ কর্মকর্তা। হামলাকারীরা এ সময় ২ পুলিশ কর্মকর্তা ও তাদের ড্রাইভারকে অপহরণ করে নিয়ে গেছে। গত বুধবারপূর্ব আফ্রিকার দেশটিতে এ হামলার ঘটনা ঘটে। আল জাজিরা

খবরে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে মার্কিন দূতাবাসের কর্মীদের বহনকারী গাড়িবহরে এ বন্দুক হামলা হয়। ইকেঙ্গা তোচুকউ নামে আনামব্রা প্রদেশের একজন পুলিশ মুখপাত্র জানান, অপহৃতদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দু’জন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে তাদের মরদেহ ও যানবাহন জ্বালিয়ে দেয়।’

ওই এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি বলেন, দূতাবাসের গাড়িবহরটি ‘পুলিশ বা কোনও নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে গিয়েছিল’। ইকেঙ্গা আরো বলেন, হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায়।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এই ঘটনাকে হামলা বিষয নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, ‘এ হামলায় কোন মার্কিন নাগরিক হতাহত হয়নি।’ মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই ঘটনায় ‘তদন্তের জন্য নাইজেরিয়ার নিরাপত্তা পরিষেবার সঙ্গে কাজ করছে’ তাদের কূটনৈতিক কর্মীরা।

এদিকে উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের পানি নিয়ে সংঘর্ষের জেরে অন্তত ২৯ জন সংঘর্ষে নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রশাসন জানিয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহতের হয়েছেন আরও বেশি। এসময় অসংখ্য বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘতেছে। এপি

অঞ্চলটিতে ইন্ডিজেনাস পিপল অব বাইয়াফ্রা (ইপিওবি) একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ সক্রিয় রয়েছে। তারা নাইজেরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে নিজস্ব একটি স্বাধীন প্রজাতন্ত্র গঠন করতে চায়। সম্পাদনা: ইমরুল শাহেদ